বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

স্বর্ণের আউন্স ছাড়িয়েছে ২৫০০ ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
স্বর্ণের আউন্স ছাড়িয়েছে ২৫০০ ডলার

আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে এখনো প্রতি আউন্স স্বর্ণ ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলারের আশপাশে দাম বিক্রি হচ্ছে। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ (ফের) সুদহার কমাবে- বাজারে প্রচলিত এমন প্রত্যাশায় আগের দিন স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে। পরে বাড়তি মুনাফার আশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ বিক্রির প্রবণতা দেখা দেয়। এতে বিক্রয় চাপ বেড়ে মূল্য কমে যায় ধাতুটির।

যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ ডলার ১০ সেন্ট। অন্যদিকে ফিউচার মার্কেটে দশমিক ২ শতাংশ দাম বেড়ে ২ হাজার ৫৪১ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সেপ্টেম্বর নাগাদ সুদহার কমাতে পারে। এ আশাবাদ সামনে রেখে শুক্রবার স্বর্ণের দাম প্রতি আউন্সে সাম্প্রতিককালের সর্বোচ্চ ২ হাজার ৫০৯ ডলার ৬৫ সেন্টে পৌঁছায়। এছাড়া চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মূল্যবান ধাতুটির ক্রয় বাড়িয়ে দিয়েছে। এটিও দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। চলতি বছরে এ পর্যন্ত স্বর্ণে দাম ২০ শতাংশ বেড়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, 'কয়েক মাস ধরে স্বর্ণের দাম ২ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক স্তরের দিকে এগিয়ে যাচ্ছিল। অবশেষে তা সে স্তরে পৌঁছেছে। এখন আমরা কিছু স্বাভাবিক মুনাফা আহরণের ঘটনা দেখছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে