বিউবিতে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার দাবি

প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বিদু্যৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) বিভিন্ন দপ্তরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে দৈনিক মজুরি, কাজ নেই মজুরি নেই, আরএফকিউ, আউটসোর্সিং এবং ভাউচারে নিয়োজিত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার দাবি জানিয়েছেন অস্থায়ী কর্মচারীরা। মঙ্গলবার বিদু্যৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিউবির চেয়ারম্যান, সব সদস্য ও সচিব বরাবর স্মারকলিপি দেন অস্থায়ী কর্মচারীরা। স্মারকলিপিতে তারা বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য, বাসা ভাড়াসহ অন্যান্য খরচ বিবেচনাপূর্বক আমাদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে জীবন যাপন করতে হয়। তাছাড়াও অস্থায়ী কর্মচারী হিসেবে বোর্ডে নিয়োজিত থাকার কারণে আমরা অনিশ্চয়তা বোধ করছি। ফলে আমাদের ভেতরে হতাশা কাজ করছে। যা বোর্ডের কর্মে বিঘ্নের সৃষ্টি করে। দীর্ঘ ১০ বছর যাবৎ আমরা এই স্বল্প বেতনে কোনো প্রকার উৎসব বোনাস, বৈশাখী ভাতা, ওভারটাইম থেকে বৈষম্যের স্বীকার হচ্ছি। এই অল্প বেতনে আমাদের জীবন পরিচালনা কষ্ট হচ্ছে। অফিসিয়াল নিয়ম-কানুনের বিষয়টি সহনীয়পর্যায়ে রেখে আমাদের বয়স শিথিল করে আমাদের এক দফা চাকরি স্থায়ীকরণের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি