চাকরি ফেরত চান ছাঁটাই হওয়া ব্যাংক কর্মীরা

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনার মহামারির সময় চাকরি হারানো বিভিন্ন ব্যাংকের কর্মীরা চাকরি ফেরত চেয়ে মানববন্ধন করছেন। সোমবার দুপুর ১২টা থেকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন থেকে 'চাকরিচু্যত' ব্যাংক কর্মীরা তাদের দাবি তুলে ধরেন। এতে বিভিন্ন ব্যাংকের সাবেক শতাধিক কর্মী মানববন্ধন অংশ নেন। এর আগে চাকরি ফেরত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যাংক কর্মীদের দাবি, ২০২০ সালে করোনার সময় এবং ব্যাংক খাতে ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে দেওয়ার পর বিভিন্ন ব্যাংকে কর্মীদের পদত্যাগে বাধ্য করা হয়। তখন অভিযোগ করা হয়, বাধ্যতামূলকভাবে কারণ ছাড়াই কর্মীদের ছাঁটাই করছে বিভিন্ন ব্যাংক। মানববন্ধন থেকে জানানো হয়, ওই সময় সবচেয়ে বেশি পদত্যাগকারী ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংকে বিশেষ পরিদর্শন চালিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল দেখতে পায়, এসব ব্যাংকে মোট ৩ হাজার ৭০ জন 'স্বেচ্ছায়' পদত্যাগ করেছেন। ছাঁটাই করা হয়েছে ১২ জনকে। অপসারণ করা হয় ২০১ জন এবং বরখাস্ত করা হয় ৩০ জনকে। এরপর ২০২১ সালে সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে চাকরিচু্যতদের ফিরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়। এ নিদের্শনার পর কিছু কর্মীকে ফিরিয়ে নেয় বিভিন্ন ব্যাংক। তবে অধিকাংশ কর্মীরা চাকরি ফেরত পাননি বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা।