বিএসইসিতে যোগ দিয়েছেন রাশেদ মাকসুদ

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য রিপোর্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যোগ দিয়েছেন নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসিতে নিয়োগ পাওয়া খন্দকার রাশেদ মাকসুদ অর্থ মন্ত্রণালয়ের কাজ শেষ করে বিএসইসিতে যোগ দেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেন। এর আগে রোববার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগে উপসিচব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। রাশেদ মাকসুদ একজন ব্যাংকার। ২৮ বছরের কর্মজীবনে বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। এর মধ্যে সর্বশেষ দুর্বল স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর আগে এনআরবিসি ব্যাংকেও একই পদে দায়িত্ব পালন করেছেন।