বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
পদত্যাগ করলেন ডিএসইর চেয়ারম্যান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার ড. হাসান বাবু ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ডিএসইর এক পরিচালক।

পদত্যাগপত্রের অনুলিপি ডিএসই ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকদের দ্রম্নত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এদিকে, ড. হাসান বাবুর পদত্যাগের খবরে ডিএসইর এক ব্রোকারেজ হাউহের সিইও বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করে ভালো করেছেন ডিএসইর চেয়ারম্যান। এতে সম্মান নিয়ে বিদায় নিতে পেরেছেন। অন্যথায় অসম্মানিত হতে হতো।

তিনি বলেন, সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ করা উচিত। কেউ যদি পদত্যাগ করতে না চায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে। সেক্ষেত্রে তাদের সম্মানহানি হবে, যা কাম্য নয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে