শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সেপ্টেম্বরে শুরু হবে সামিটের এফএসআরইউয়ের কার্যক্রম

  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
সেপ্টেম্বরে শুরু হবে সামিটের এফএসআরইউয়ের কার্যক্রম

জাতীয় গ্রিডের সঙ্গে এফএসআরইউ পুনঃসংযোগ দিতে হলে ডিটিএম পস্নাগটি ল্যান্ডিং প্যাডের (সমুদ্রপৃষ্ঠে অবস্থিত) মধ্যবর্তী স্থানে পুনরায় স্থাপন করতে হবে। এজন্য অ্যাংকর হ্যান্ডেলিং টাগ (এএইচটি) কোরাল প্রস্তুত করা হলেও সেটি ডিটিএম পুনঃস্থাপন করার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারেনি। এই ডিটিএম সরাতে আরও বেশি শক্তিশালী ও সক্ষম ক্রেন আনার জন্য সামিট ইতিমধ্যে 'ওরিয়েন্টাল ড্রাগন' নামে একটি ডাইভিং সাপোর্ট ভেহিকলের (ডিএসভি) সঙ্গে চুক্তি করেছে, যেটি সিঙ্গাপুর থেকে আগামী ২২ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) তারিখে মহেশখালীতে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। সমুদ্রের অবস্থা ও আবহাওয়া অনুকূলে থাকলে ধারণা করা হচ্ছে, সামিট চলতি মাসের শেষ দিকে ডিটিএম পস্নাগটি পুনঃস্থাপন ও পুনঃসংযোগ দিতে পারবে এবং আগামী মাসের (সেপ্টেম্বর, ২০২৪) মধ্যবর্তী সময়ের মধ্যে এলএনজি শিপ-টু-শিপ (এসটিএস) ট্রান্সফার শুরু করার জন্য প্রস্তুত হবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে