বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী শহীদ মো. সেলিম তালুকদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় ১২ আগস্ট বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দোয়ায় আগত সকলেই শহীদ সেলিমের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মো. ফারুক হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জাকির হোসাইন, উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ সেলিম তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান, ভবিষ্যতে তার পরিবারের একজন সদস্যকে বিনামূল্যে শিক্ষাদান এবং আহতদের চিকিৎসা খরচ দিয়ে যাচ্ছে বলে সকলকে অবহিত করেন। বিজ্ঞপ্তি