সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে ১২শ' কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক 'ডিএসইএক্স' ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক 'ডিএসইএস' ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭০ পয়েন্টে আর 'ডিএস ৩০' ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।
আলোচ্য দিনে ডিএসইতে মোট ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫ কোটি ০১ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ২৩৯টির; অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির বাজার দর।
দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতনের পরও শেয়ারবাজারে সূচকের বড় উলম্ফন দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট। এরপর দুই কর্মদিবসে সূচক কমেছে ১৪৭ পয়েন্ট। বিপরীতে গতকাল সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট।
আগের দু'দিন শেয়ারবাজারে বড় পতন হলেও আজ লেনদেন শুরু হয়েছে ইতিবাচক প্রবণতায়। তবে সেল প্রেসারে ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ টিকেনি। লেনদেনের ২২ মিনিটের মাথায় ডিএসইর সূচক ২২ পয়েন্ট বেড়ে নিচে টানা নামতে থাকে। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে যায়।
তারপর দুপুর সোয়া ১২টায় ডিএসইর সূচক ৫৮ পয়েন্ট বেশি উঠে লেনদেন হয়। তারপর আবারও পতন। ১২টা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। তবে বেলা ১টার পর সূচক আবারও ঊর্ধ্বমুখী হতে থাকে, যা শেষ পর্যন্ত বজায় থাকে।