আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বিতীয় দিনের মতো দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। পাশাপাশি এদিন কমেছে লেনদেনও। আওয়ামী লীগ সরকার পতনের পর টানা চার কার্যদিবস সূচক বৃদ্ধির পর মূল্য সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির ৪০ কোটি ১ লাখ ২ হাজার ৭৫১টি শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৫ কোটি ১ লাখ ৩১ হাজার ২০৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৪.৩২ পয়েন্ট কমে ৫৮৬৭.৯৬ ডিএস-৩০ মূল্যসূচক ১৯.৪৯ পয়েন্ট কমে ২১৩৪.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৪৫ পয়েন্ট কমে ১২৫৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনিলিভার কনজু্যমার, রেনেটা লিঃ, আইএফআইসি, এবি ব্যাংক, টেকনো ড্রাগ, রবি এজিয়াটা, সিটি ব্যাংক ও অগ্নি সিস্টেম।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ কোম্পানি হলো- ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স, ইসলামিক ফাইন্যান্স, মোজাফর হোসেন স্পিনিং, সায়হাম কটন, সায়হাম টেক্স, হাইডেলবার্গ সিমেন্ট, প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, এসকে ট্রিমস, এবি ব্যাংক ও কুইনসাউথ টেক্সটাইল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, বিএসআরএম লিঃ, যমুনা ব্যাংক, ইউনিলিভার কনজু্যমার, এসিআই লিঃ, এপেক্স ট্যানারি, সিঙ্গার বিডি, ওয়ালটন হাইটেক, সোনালি পেপার ও বিচ হ্যাচারি।