চার কার্যদিবস পর ডিএসইতে দরপতন
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য রিপোর্ট
দেশের পুঁজিবাজারে চার কার্যদিবস পর দরপতন হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন থেকে টানা বাড়ছিল সূচক। সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয় কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৪০৩ টি কোম্পানির ৪৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৮৮১টি শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন মোট লেনদেনের পরিমাণ ১১৪৩ কোটি দুই লাখ ৩১ হাজার ২০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮৩.৬৩ পয়েন্ট কমে ৫৯৩২.২৮ ডিএস-৩০ মূল্য সূচক ৩০.৮২ পয়েন্ট কমে ২১৫৩.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৪৬ পয়েন্ট কমে ১২৭০.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগ, রবি এক্সিয়াটা, আইএফআইসি, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এটলাস বাংলা, ইসলামিক ফাইন্যান্স, এসআইবিএল, প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, এবি ব্যাংক, গ্রামীণ ওয়ান স্কিম-২, মোজাফর হোসেন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটার, ডিবিএইচ ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড ও মাইডাস ফাইন্যান্স।