শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠন

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠন

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে সার্চ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে। আর সদস্য সচিব করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌসকে। কমিটিতে সদস্য করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কামাল মুজেরি ও বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক নজরুল হুদাকে।

এর আগে গতকাল রোববার গঠিত এ সার্চ কমিটিতে ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব এবং সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা।

বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদেই নিয়োগ দেয় সরকার। সবশেষ গত ২৮ ফেব্রম্নয়ারি নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম এবং প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে