চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি ১১ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি বিএন ফ্লিট-এর কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে কুমিলস্না ক্যাডেট কলেজ থেকে ডিসটিংশনসহ উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান এবং ১৯৯০ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন অপারেশনাল এসাইনমেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ ও বহুমুখী চাকরি জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌসদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। নৌবাহিনীর ফ্ল্যাগশিপ বিএনএস বঙ্গবন্ধুসহ বিভিন্ন ধরনের ফ্রন্ট লাইন জাহাজের কমান্ড করেন। এছাড়াও তিনি অগ্রগামী কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লোটিলা কমান্ড করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দেশে-বিদেশে অনেক প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে তিনি মিসেস আইরিন জামানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং মুহতাসিম ইয়াসার ও সারান ইয়াসার- দুই পুত্র সন্তানের গর্বিত জনক। বিজ্ঞপ্তি