শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শেয়ারবাজারে দুই হাজার কোটি টাকার রেকর্ড লেনদেন

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
শেয়ারবাজারে দুই হাজার কোটি টাকার রেকর্ড লেনদেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবসে রেকর্ড লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ১০ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৯৬ কোটি টাকা। সেই হিসাবে ডিএসইতে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

শেখ হাসিনা সরকারের শেষ কর্মদিবসে অর্থাৎ ৪ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। সেদিন ডিএসইর প্রধান সূচক ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৫ হাজার ২২৯ পয়েন্টে।

হাসিনা সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট ডিএসইতে লেনদেন হয় ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা। আর সূচক ১৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬১৮ পয়েন্টে। এরপর ৭ আগস্ট লেনদেন আরও বেড়ে দাঁড়ায় ৭৫৫ কোটি ৭৫ লাখ টাকায়। আর সূচক ১৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯২৪ পয়েন্টে।

গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন লাফ দিয়ে উঠে যায় ১ হাজার ৬০০ কোটি ৬৪ লাখ টাকায়। আর সূচক আরও শক্তিমত্তা নিয়ে ৩০৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯২৪ পয়েন্টে।

অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের দিন পর্যন্ত ডিএসইর সূচক বেড়েছে ৬৯৫ পয়েন্ট। আর লেনদেনে ২০৮ কোটি থেকে ছাড়িয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকায়।

অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর সূচক বেড়েছে ৯১ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি টাকা। এটি গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতদিন তারল্য সংকটের দোহাই দিয়ে শেয়ারবাজারের লেনদেন তলানিতে নেমেছিল। লেনদেন ৫০০ কোটি ছাড়ানো ছিল রীতিমতো দুষ্কর। তখন শেয়ারবাজারের চারপাশে কেবলই ছিল তারল্যের হাহাকার।

অথচ দুই-চার দিনের ব্যবধানেই এখন শেয়ারবাজার তারল্য প্রবাহে সয়লাব। এখন শেয়ারবাজার লেনদেন এবং সূচকে কেবল ইতিবাচক লাফ। আশা ও প্রত্যাশা নিয়ে সামনের পথে শেয়ারবাজার।

অন্তর্বর্তী সরকারে যিনি শেয়ারবাজার তথা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, তিনি শেয়ারবাজারের একজন বিশ্লেষক-বোদ্ধা। যার উপর নির্ভর করে শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক ও ছোট-বড় বিনিয়োগকারী ফিরছেন বড় আস্থা ও ভরসা নিয়ে। বাজার সংশ্লিষ্টরা এখন দেশের শেয়ারবাজার নিয়ে বড়ই আশাবাদী।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে আগের দিনের উত্থানের বড় ধারাবাহিকতায় ডিএসইর মূল্যসূচক ৯১ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে ২ হাজার ১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের দিন হয়েছিল ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা। এই হিসাবে লেনদেন বেড়েছে ৪০৩ কোটি ৬২ লাখ বা ২৫ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টি বা ৪৩.২৫ শতাংশের। আর দর কমেছে ২০৭টি বা ৫১.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২০টি বা ৫ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে এদিন ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ১৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৭ হাজার ২৮২ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে