শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাপ্তাহিক দরপতনের শীর্ষে জেমিনি সি ফুড

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
সাপ্তাহিক দরপতনের শীর্ষে জেমিনি সি ফুড

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত জেমিনি সি ফুডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৪৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ২৭৮ টাকা ১০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ারদর কমেছে ১১ দশমিক ২৫ শতাংশ। আর শেয়ারের দাম ১১ দশমিক ২২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ১০ দশমিক ৮৭ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুকের ১০ দশমিক ৭৪ শতাংশ, গেস্নাবাল হেভি কেমিক্যালসের ১০ দশমিক ৬৭ শতাংশ, টেকনো ড্রাগসের ৯ দশমিক ৭৬ শতাংশ, সি পার্ল হোটেলের ৯ দশমিক ৪৮ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৪২ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ার দর কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে