শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ওয়্যারেবল ডিভাইসের বাজার কমেছে ভারতে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
ওয়্যারেবল ডিভাইসের বাজার কমেছে ভারতে

ভারতে প্রথমবারের মতো ওয়্যারেবল ডিভাইস বাজারের পরিধি কমেছে। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটিতে ওয়্যারেবল ডিভাইস বিক্রি হয়েছে দুই কোটি ৯৫ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)।

চলতি বছর দেশটির ওয়্যারেবল ডিভাইসের বাজার আরও বাড়বে বলে অভিমত দিয়েছিল বিভিন্ন ব্র্যান্ড ও বিশ্লেষক। তবে বছরের প্রথমার্ধ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

সংস্থাটির ইন্ডিয়া মান্থলি ওয়্যারেবল ডিভাইস ট্র্যাকারের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ৪ দশমিক ৭ শতাংশ কমে ওয়্যারেবল ডিভাইস বিক্রি হয়েছে পাঁচ কোটি ৫১ লাখ ইউনিট। বাজারে এই পতনের কারণ হিসেবে বলা হচ্ছে, উৎসবের মৌসুম সামনে রেখে বিক্রেতারা চেষ্টা করছেন পুরনো ডিভাইসগুলো আগে বিক্রি করতে এবং এ সময়ের মধ্যে নতুন ডিভাইসের উন্মোচন তেমন একটা হয়নি। সামগ্রিকভাবে বাজারটির গড় বিক্রয়মূল্যেও (অ্যাভারেজ সেলিং প্রাইস-এএসপি) রেকর্ড পতন হয়েছে। বছরওয়ারি হিসাবে ২১ ডলার থেকে ১০ দশমিক ৩ শতাংশ কমে চলতি বছর গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮ ডলারে।

বছরওয়ারি হিসেবে স্মার্টওয়াচের বিক্রি কমেছে ২৭ দশমিক ৪ শতাংশ। এ সময় ডিভাইসটি বিক্রি হয়েছে ৯৩ লাখ ইউনিট। ওয়্যারেবল ডিভাইসের বাজারে স্মার্টওয়াচের হিস্যা ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩৯ শতাংশ থেকে কমে হয়েছে ৩১ দশমিক ৫ শতাংশ। উৎসব মৌসুম ও ডিসকাউন্টের কারণে স্মার্টওয়াচের এএসপি বছরওয়ারি হিসাবে ২৫ দশমিক ৬ থেকে কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ ডলারে।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে উন্নত স্মার্টওয়াচের বাজারে। বিক্রি ২১ দশমিক ৯ শতাংশ বেড়ে গত বছরের দেড় শতাংশ থেকে বেড়ে এ বছর বাজার হিস্যা দাঁড়িয়েছে আড়াই শতাংশে।

অন্যদিকে ইয়ারওয়্যার বা অডিও ডিভাইস সেগমেন্ট বছরওয়ারি দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় দুই কোটি ইউনিট অডিও ডিভাইস বিক্রি হয়েছে। আইডিসি ইন্ডিয়ার স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের বাজার বিশ্লেষক আনন্দ প্রিয়া সিং বলেন, 'ব্যয় কমানোর বিষয় আমলে নিয়ে অধিকাংশ ব্র্যান্ড বিশেষ করে উৎসব মৌসুমে বিকিকিনির জন্য অনলাইনের ওপর নির্ভর করে। ছোটখাটো কিছু ব্র্যান্ড এখনো অফলাইন অর্থাৎ প্রচলিত বাজার সরবরাহ ব্যবস্থায় নির্ভর করলেও সামগ্রিকভাবে এর ব্যবহার কম হয়।'

চলতি বছর এপ্রিল-জুনে ওয়্যারেবল ডিভাইসের মধ্যে স্মার্ট রিং ক্যাটাগরিতে ৭২ হাজারেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। এই ক্যাটাগতিতে আল্ট্রাহিউম্যান, পাই রিং ও আবো কোম্পানির বাজার হিস্যা যথাক্রমে ৪৮ দশমিক ৪, ২৭ দশমিক ৫ ও ১০ দশমিক ৫ শতাংশ। আইডিসির বিশ্লেষকরা ধারণা করছেন, কয়েক মাসের মধ্যে আসন্ন উৎসব মৌসুমে আরও সাশ্রয়ী মূল্যের স্মার্ট রিং বাজারে আনা হবে।

আইডিসি ইন্ডিয়ার স্মার্ট ওয়্যারেবল ডিভাইসেসের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক বিকাশ শর্মা বলেন, '২০২৪ সালে স্মার্টওয়াচের বিক্রি ১০ শতাংশ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে স্মার্টফোন নির্মাতারা কম থেকে মাঝারি দামের স্মার্টওয়াচ বাজারে আনতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে