ইউনূসকে সিএসই ও এনআরবি চেম্বারের অভিনন্দন
প্রকাশ | ১০ আগস্ট ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য রিপোর্ট
বরেণ্য অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও গেস্নাবাল এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। শুক্রবার উভয় সংস্থা আলাদা বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তায় পাঠায়।
সিএসই জানায়, তাদের প্রত্যাশা জাতির এই ক্রান্তিলগ্নে অচিরেই এই সরকারের নেতৃত্বে অর্থনীতি গতি ফিরে পাবে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার মাধ্যমে জাতি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
গেস্নাবাল এনআরবি চেম্বার জানায়, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ব্যবসাসহ সার্বিক উন্নয়নের জন্য যথাযথ উদ্যোগ নেবেন। পাশাপাশি সরকার এনআরবিদের সম্পৃক্ত করারও সুযোগ করে দেবে।