শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শিল্প-কলকারখানার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
শিল্প-কলকারখানার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ

শিল্প-কলকারখানার নিরাপত্তা বৃদ্ধির অনুরোধ জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। ৮ আগস্ট গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এ অনুরোধ জানান।

মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার মাধ্যমে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপস্নব হয়েছে। এ বিপস্নবের ফলে ছাত্র-জনতার মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে তারা একটি নিরাপদ, বৈষম্যহীন এবং মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এ অর্জনের মাঝেও কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সমাজ এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে।

তিনি বলেন, তবে ব্যবসায়ী সমাজ আশান্বিত যে এই নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছেন। তারা এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মাঝে এখনো আতঙ্ক রয়ে গেছে। এমতাবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে