বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল ও সেতু ভবন পরিদর্শন করল সংসদীয় কমিটি

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
ক্ষতিগ্রস্ত মেট্রোরেল ও সেতু ভবন পরিদর্শন করল সংসদীয় কমিটি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ের সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক ও সদস্য মো. মুজিবুল হক এবং আব্দুলস্নাহ-আল-কায়সার এ সব সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

পরে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, 'জনগণের কল্যাণেই মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহণ করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রোরেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রম্নত মেট্রোরেল কীভাবে আবার চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে