শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কে গাড়ি চলাচলও কম। সেই সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ঢাকায় বাতাসের মান ছিল কিছুটা উন্নত। জনস্বাস্থ্যের জন্য এটি 'সহনীয়'।
শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে দেখা গেছে, ঢাকার একিউআই স্কোর ছিল ৬২। এই মানের বাতাস ঢাকার জনস্বাস্থ্যের জন্য ভালো হিসেবে বিবেচিত হয়। দূষিত শহরের তালিকায় এদিন ঢাকার অবস্থান ছিল ৪৮।
এদিকে একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে শীর্ষে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল উগান্ডার কাম্পালা, ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল পাকিস্তানের লাহোর এবং ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল মিশরের কায়রো শহর।