হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হত্যার জেরে বুধবার বিশ্ববাজারের তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে। গতকাল সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৮০ ডলারে উঠেছে। ডবিস্নউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৫ ডলার বেড়ে ৭৫ দশমিক ৮৮ ডলারে উঠেছে।
রয়টার্স জানিয়েছে, এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তার আগের দিন অবশ্য গোলান উপত্যকায় হামলার জেরে তেলের দাম কিছুটা বেড়েছিল। অর্থাৎ সামগ্রিকভাবে তেলের বাজার ওঠানামা করছে।
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মাত্রা ধারাবাহিকভাবে বাড়লেও বিশ্ববাজারে তেলের দাম খুব একটা বাড়ছে না। এর পেছনে অবশ্য অর্থনীতির অমোঘ নিয়ম কাজ করছে; অর্থাৎ চাহিদা ও জোগান। মূলত চীনের অর্থনীতি গতি হারিয়ে ফেলায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও ফিলিস্তিনের হামাস গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।
এর ঠিক এক দিন আগেই ইসরায়েল দাবি করে, বৈরুতে এক বিমান হামলায় হিজবুলস্নাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করা হয়েছে। গত শনিবার ইসরায়েলে রকেট হামলার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে।
এমন এক সময় পরপর এই হত্যাকান্ড ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ মধ্যপ্রাচ্যের বড় ধরনের সংঘাত এড়ানোর লক্ষ্যে কূটনৈতিকভাবে সক্রিয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে পৃথক আরেকটি হামলা চালিয়েছে।
এই পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা বৃদ্ধির পরিবেশ তৈরি হয়েছে।