বিশ্ববাজারে তামার দাম টানা তিন সপ্তাহ নিম্নমুখী থাকার পর গতকাল বেড়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ১২১ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফএস) গতকাল তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮০ ইউয়ানে (১০ হাজার ২৫৫ ডলার ৭৭ সেন্টে)।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মিটিং ও মার্কিন অর্থনৈতিক তথ্য থেকে বৈশ্বিক অর্থনীতির বিষয়ে ইঙ্গিত খুঁজছেন তামার বিনিয়োগকারীরা।
গত সপ্তাহে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা কমে যাওয়ায় এলএমই ও এসএইচএফএসে তামার দাম গত সাড়ে তিন মাসে সর্বনিম্নে নেমে গিয়েছিল। সে সময় এলএমইতে ধাতুটির দাম টনপ্রতি ৯ হাজার ১৬১ ডলার ও এসএইচএফএসে ৭৪ হাজার ৯৫০ ইউয়ান (১০ হাজার ৩০২ ডলার ৫৫ সেন্ট) স্থির হয়েছিল।