এপিএ বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল বিএইচবিএফসি

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে অর্জিত প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। গত ৩০ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব মো. আব্দুর রহমান খান, এফসিএমএ বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের হাতে এ পুরস্কার তুলে দেন। ২০২২-২০২৩ অর্থবছরে এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিজ এবং যৌথ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৯৯ দশমিক ৫৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। এপিএ বাস্তবায়নে টানা চতুর্থবারের মতো প্রথম স্থান অর্জনকারী বিএইচবিএফসি এদিন পুরস্কার গ্রহণের পাশাপাশি এফআইডির সঙ্গে ২০২৪-২০২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর করে। এফআইডি'র পক্ষে এ বিভাগের সচিব এবং বিএইচবিএফসির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ চুক্তি স্বাক্ষর করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডি'র অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসিসহ এফআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এ বিভাগের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, এপিএ টিম লিডার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি