শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১১:৫০

অনলাইন ডেস্ক
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর আশকোনা ও টঙ্গী এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র কোম্পানি সচিব মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের আশকোনা শাখার ডেপুটি ম্যানেজার মো. আতাউর রহমান এবং টঙ্গী এসএমই শাখার ডেপুটি ম্যানেজার রুহুল কুদ্দুছসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি