রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের মজুত হ্রাস এবং দাবানলের কারণে কানাডা থেকে সরবরাহ ঝুঁকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স, বিজনেস রেকর্ডার।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে বাজার-সংশ্লিষ্ট এক সূত্র জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোল ও ডিস্টিলেটসের মজুত টানা চতুর্থবারের মতো কমেছে। এপিআইর পরিসংখ্যান অনুযায়ী, ১৯ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের মজুত কমেছে ৩৯ লাখ ব্যারেল, পেট্রোল ২৮ লাখ ব্যারেল ও ডিস্টিলেটস ১৫ লাখ ব্যারেল।

এদিকে এলএনজি বিশ্লেষকরা বলেছেন, কানাডায় দাবানলে সৃষ্ট সরবরাহ ঝুঁকির কারণেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। দাবানলের কারণে দেশটির কিছু প্রতিষ্ঠান উত্তোলন কমাতে বাধ্য হয়েছে। এতে সরবরাহ ঝুঁকি তৈরি হয়েছে।

তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা সংস্থা গোল্ডম্যান স্যাকস জানায়, কানাডার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন এখনো অনেকাংশে স্থিতিশীল। তবে দাবানলের কারণে উত্তোলন কমার ঝুঁকি দিন দিন বাড়ছে। এক নোটে সংস্থাটি জানায়, কানাডায় দাবানল আরো ছড়িয়ে পড়ার উদ্বেগে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে এখনো গুরুতর কোনো প্রভাব পড়েনি। তবে সামনের দিনগুলোয় এই উদ্বেগ শক্তিশালী হতে পারে। আলবার্টার এক-তৃতীয়াংশ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে