রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে আনিসুল হকের উপন্যাস নিয়ে আলোচনা

  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে আনিসুল হকের উপন্যাস নিয়ে আলোচনা

ব্র্যাক ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয় এবং চুয়াডাঙ্গার রিডিং ক্যাফের সাহিত্যানুরাগী পাঠকরা সম্প্রতি আনিসুল হকের উপন্যাস 'কখনো আমার মাকে' নিয়ে আলোচনা করেছেন। ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা এক মাস ধরে উপন্যাসটি পড়ার পর সেটি নিয়ে আলোচনায় একত্রিত হন। আনিসুল হকের এই বইটিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার একজন নারীর যুদ্ধ-পরবর্তী জীবন নিয়ে গল্প গড়ে উঠেছে। রিডিং ক্যাফের সদস্যরা লেখকের গল্প বলার ক্ষমতা, চরিত্রায়ন, কাহিনির বর্ণনা এবং সাহিত্যে অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় লেখকের আরেক সৃষ্টি 'মা'-এর উদাহরণ চলে আসে, এবং আলোচকরা সেই উপন্যাসে তার লেখন শৈলীর ভূয়সী প্রশংসা করেন, পাশাপাশি 'কখনো আমার মাকে' উপন্যাসের বিষয়গত দিক নিয়ে কথা বলেন। রিডিং ক্যাফের ঢাকার আয়োজনে লেখক আনিসুল হক উপস্থিত ছিলেন। বই নিয়ে ক্যাফের সদস্যদের বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা এবং ব্যাখ্যা তিনি মন দিয়ে শোনেন এবং নিজেও সেই আলোচনায় অংশ নেন। রিডিং ক্যাফের এই আয়োজনে তার উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করেছে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে