পোশাকশ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস

প্রকাশ | ২৫ জুলাই ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে বুধবার খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক ও শিল্প কারখানা। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু হলেও ঢাকাসহ চার জেলায় কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কারফিউ অব্যাহত থাকলেও পোশাকশ্রমিকদের চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জরুরি বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ থেকে জানানো হয়েছে, কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে এসব কারখানা। ঢাকা ও এর আশপাশের সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।