মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সূচকের সামান্য পতন কমেছে লেনদেন

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৮২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করছে।
অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
সূচকের সামান্য পতন কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৮২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ২০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২১টি কোম্পানির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির।

ডিএসইতে এদিন মোট ৫৬৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪০১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৪৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪১.৬৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিন শেষে সিএসইতে ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে