গ্রামীণ নারীদের বীমা সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক ও মেটলাইফ
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রামীণ নারীদের বিনামূল্যে মাইক্রো ডিপোজিট ইন্সু্যরেন্স সুবিধা দেওয়ার লক্ষ্যে মেটলাইফের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক 'তারা'। গেটস ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তহবিলের মাধ্যমে এই উদ্যোগটি পরিচালনা করা হবে, যার লক্ষ্য হলো বাংলাদেশের গ্রামীণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তি এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো গ্রামীণ নারীদের মধ্যে বীমার প্রয়োজনীয়তা সৃষ্টির পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্য-সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৫ হাজারেরও বেশি তারা গ্রাহকদের বীমা সুবিধা দেওয়া হবে। গত নয় জুলাই ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফের সঙ্গে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ব্যাংকাসুরেন্স মুহাম্মাদ আসিফ শামছ, কি-অ্যাকাউন্ট ম্যানেজার অব ব্যাংকাসুরেন্স কাজী সাঈদ ফারুকী এবং ব্যাংকাসুরেন্স ম্যানেজার শাহরিয়ার কবির। অপরদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব তারা, আগামী, প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, হেড অব এসএমই লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মাহবুবুর রহমান, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস মোহাম্মদ জাকিরুল ইসলাম। বিজ্ঞপ্তি