জনতা জুট মিলস্‌ কর্মীদের বেতন দেবে বিকাশ অ্যাকাউন্টে

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

বিজ্ঞপ্তি
এখন থেকে বিকাশের 'পে-রোল সলিউশন' ব্যবহার করে ৯ হাজার কর্মীর বেতন প্রদান করবে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রম্নপের প্রতিষ্ঠান 'জনতা জুট মিলস্‌ লিমিটেড'। এই লক্ষ্যে সম্প্রতি বিকাশের সঙ্গে আকিজবশির গ্রম্নপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সলিউশনের মাধ্যমে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা গ্রহণ করবেন। সম্প্রতি বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং আকিজ বশির গ্রম্নপের চিফ অপারেশনস অফিসার হেলাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিকাশের প্রধান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, জেনারেল ম্যানেজার (বিজনেস সেলস) মো. সৌমেল রেজা খান, আকিজবশির গ্রম্নপের ডিরেক্টর- গ্রম্নপ এইচআর দিলরুবা শারমিন খান, সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুহু সুফীসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি