শাহ্জালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় চুয়াডাঙ্গায় কর্মশালা
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উদ্যোগে এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র সহযোগিতায় মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ১৩ জুলাই চুয়াডাঙ্গা জেলায় অনুষ্ঠিত হয়। বিএফআইইউ'র পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএফআইইউ'র অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) এম আখতার হোসেন, রিসোর্স পার্সন হিসেবে বিএফআইইউ'র যুগ্মপরিচালক মোহাম্মদ ইসমাইল প্রধান ও ফোরদৌস আরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান। এ অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকে কর্মরত শাখা ব্যবস্থাপক, ব্যামেলকোগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি