আইইএর পূর্বাভাস

বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা আগামী বছর কমতে পারে

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা আগামী বছর কমতে পারে। এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর এসঅ্যান্ডপি গেস্নাবাল, রয়টার্স। আইইএর পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর নাগাদ বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা দৈনিক ৫০ হাজার ব্যারেল কমে দৈনিক ৯ লাখ ৮০ হাজার ব্যারেলে নেমে আসতে পারে। তবে চলতি বছরের জন্য জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস আগের প্রাক্কলনের তুলনায় অপরিবর্তিত রেখেছে আইইএ। গত মাসে দেওয়া পূর্বাভাসে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক ৯ লাখ ৭০ হাজার ব্যারেলে পৌঁছতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি। আরও জানিয়েছে, বিশ্বব্যাপী তেলের চাহিদা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল দৈনিক ৭ লাখ ১০ হাজার ব্যারেল যা ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের পর সর্বনিম্ন। প্যারিসভিত্তিক জ্বালানি সংস্থাটি বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিয়েও পূর্বাভাস দিয়েছে। জানিয়েছে, চলতি বছর ওপেকবহির্ভূত দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন বাড়তে পারে। এ দেশগুলোর সার্বিক উত্তোলন পৌঁছতে পারে দৈনিক ১৫ লাখ ব্যারেলে, গত মাসের পূর্বাভাসে তা কমে দৈনিক ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছিল। এছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন পৌঁছতে পারে দৈনিক ৭ লাখ ৪০ হাজার ব্যারেলে। আইইএ পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে ওপেক পস্নাসভুক্ত দেশগুলোয় জ্বালানি তেলের দৈনিক উত্তোলন দুই লাখ ব্যারেল কমতে পারে। এ সময় দেশগুলো যথাক্রমে দৈনিক ৪ কোটি ২২ লাখ ও ৪ কোটি ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করতে পারে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক গত ১০ জুলাই জ্বালানি তেলের চাহিদা চলতি বছর দৈনিক ২২ লাখ ৫০ হাজার ব্যারেল হতে পারে বলে জানিয়েছিল। আগামী বছর এ পরিমাণ হতে পারে দৈনিক ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল। অন্যদিকে বিশ্বের উত্তর গোলার্ধের দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ঊর্ধ্বমুখী। এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় এটির দামও বেড়েছে। এসঅ্যান্ডপি গেস্নাবাল কমোডিটি ইনসাইটসের পস্নাটস জরিপ অনুসারে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত ১ জুনের তুলনায় গত বুধবার পর্যন্ত ১২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৮৬ ডলার শূন্য ৮ সেন্টে। আন্তর্জাতিক বাজারে গতকালও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গতকাল ব্রেন্টের দাম এর আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। ?প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৮৬ ডলার ১২ সেন্টে। ?অন্যদিকে গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম এর আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৩ ডলার ৪৭ সেন্টে। এদিকে পস্নাটস জরিপ অনুসারে, ওপেক পস্নাসভুক্ত দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন জুনে কমেছে। এ সময় দেশগুলো দৈনিক ১ লাখ ৩০ হাজার ব্যারেল উত্তোলন কমিয়ে দৈনিক ৪ কোটি ৮ লাখ ৫০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে।