পেঁয়াজের দাম কমেছে হিলিতে
প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য ডেস্ক
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। গত দু'দিনে এ বন্দর দিয়ে ১৩টি ট্রাকে মোট ৩৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সরবরাহ বেড়ে যাওয়ায় একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-৬ টাকা।
হিলি বন্দরে একদিন আগেও মঙ্গলবার পাইকারিতে (ট্রাকসেল) আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল ৮৫-৮৬ টাকা। বর্তমানে তা কমে কেজিতে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। এ কারণে কমে এসেছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, '?গত রোববার এ বন্দর দিয়ে পাঁচটি ট্রাকে মোট ১৪৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার আটটি ট্রাকে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ২৩৫ টন। এ হিসাবে দুদিনে হিলি স্থলবন্দর দিয়ে ১৩টি ট্রাকে মোট ৩৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।