শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বিমানের আন্তর্জাতিক ২১টি গন্তব্যে লাভজনক ১১টি সংসদীয় কমিটির বৈঠকে তথ্য

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৬ জুলাই ২০২৪, ০০:০০
বিমানের আন্তর্জাতিক ২১টি গন্তব্যে লাভজনক ১১টি সংসদীয় কমিটির বৈঠকে তথ্য

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক গন্তব্যের ২১টির মধ্যে এখন লাভজনক ১১টি। বাকিগুলোর মধ্যে ছয়টি গন্তব্যে অপারেশনাল (পরিচালন) খাত এখন অলাভজনক। আর চারটি গন্তব্যের অপারেশনাল খাত লাভজনক করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

\হবেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

প্রতিবেদনের তথ্য অনুযাযী, ঢাকা থেকে বিমানের লাভজনক গন্তব্যগুলো হচ্ছে- লন্ডন (যুক্তরাজ্য), টরেন্টো (কানাডা), দুবাই (সংযুক্ত আরব আমিরাত), জেদ্দা (সৌদি আরব), মদিনা (সৌদি আরব), রিয়াদ (সৌদি আরব), দাম্মাম (সৌদি আরব), ব্যাংকক (থাইল্যান্ড), কাঠমান্ডু (নেপাল), কুয়ালালামপুর (মালয়েশিয়া) ও সিঙ্গাপুর। ঢাকা থেকে বিমানের অলাভজনক গন্তব্যগুলো হলো- ম্যানচেস্টার (যুক্তরাজ্য), কুয়েত, দিলিস্ন (ভারত), কলকাতা (ভারত), গুয়াংজু (চীন) ও নারিতা (জাপান)।

এর বাইরে ঢাকা থেকে বিমানের চারটি রুট (গন্তব্য) লাভজনক করার চেষ্টা চলছে। সেগুলো হলো- আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), মাসকাট (ওমান), দোহা (কাতার) ও শারজা (সংযুক্ত আরব আমিরাত)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে