দেশের স্টিল খাতে বিনিয়োগ করবে চীনের উদ্যোক্তারা। বর্তমানে এ খাতে ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। আগামী দু'বছরের মধ্যে সেই বিনিয়োগ বেড়ে ১০ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর রেডিসন বস্নু ওয়াটার গার্ডেনে দেশে প্রথমবারের মতো দু'দিনব্যাপী 'চীন-বাংলাদেশ স্টিল বিজনেস সামিট ২০২৪' উদ্বোধন করা হয়। এই সামিটে চীনের ২৪টি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের আগে এই সম্মেলন দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করছেন এ খাতের উদ্যোক্তারা। তাদের মতে, সামিটের মাধ্যমে চীনের স্টিল খাতের বড় বড় বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট হবেন।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক আমির হোসেন নূরানী, চায়না অ্যালায়েন্স এক্সপোর্টার ও ইনভেস্টরের সভাপতি গেন্ড বো প্রমুখ বক্তব্য রাখেন।