'স্কাইব্যাংকিং' অ্যাপের নতুন সংস্করণ নিয়ে এলো ইবিএল

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ 'স্কাইব্যাংকিং'-এর নতুন সংস্করণ উদ্বোধন করেছে। সর্বাধিক সুরক্ষিত ও সৃজনশীল নতুন স্কাইব্যাংকিং অ্যাপটিতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে অ্যাপটি পেস্নস্টোর এবং অ্যাপস্টোরে পাওয়া যাবে। বৃহস্পতিবার রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে স্কাইব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণটি উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এ সময় ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উলস্নাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহদী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রান্সফর্মেশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি লাইভ অডিও-ভিজু্যয়াল ডেমন্সট্রেশনের মাধ্যমে ইবিএল স্কাইব্যাংকিংয়ের গ্রাহকবান্ধব বৈশিষ্ট্য এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়। এ সময় স্কাইব্যাংকিংয়ের নতুন মুখ হিসেবে সঙ্গীতশিল্পী জুটি শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়ককে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, সৃজনশীলতা চর্চা এবং সেবার ক্ষেত্রে এক্সিলেন্স নিশ্চিত করতে ইবিএল সদা সচেষ্ট। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং দ্রম্নত পরিবর্তনশীল আর্থিক প্রেক্ষাপটে এগিয়ে থাকতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে নতুন এই স্কাইব্যাংকিং অ্যাপে। ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপটির নতুন সংস্করণটির মাধ্যমে গ্রাহকরা তাদের নিজস্ব হিসাব পরিচালনা, লেনদেন, বিল পরিশোধসহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। নতুন 'মাই ব্যাংকিং' ফিচারের মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজস্ব ইবিএল অ্যাকাউন্ট, কার্ড এবং এমএফএস অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল নম্বরে রিচার্জ করতে পারবেন। স্কাইব্যাংকিং অ্যাপের সাহায্যে গ্রাহকরা নিজের মোবাইল ফোন থেকেই ব্যাংক বিবরণী, বিভিন্ন ব্যাংক সনদপত্র, ট্যাক্স সনদপত্র ইত্যাদি ডাউনলোড করার এবং বিভিন্ন উপলক্ষগুলোতে চাহিদা অনুযায়ী বিশেষ থিম প্রাপ্তির সুযোগ পাবেন। অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য অ্যাপটিতে বাংলাদেশে প্রথমবারের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিংগার প্রিন্ট ও ফেইস স্ক্যান) সংযোজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বসেই তার বিদেশি মোবাইল নম্বরের সাহায্যে স্কাইব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করে ইস্টার্ন ব্যাংকে স্থানীয় মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। অফসোর অ্যাকাউন্ট খোলার জন্য ও তারা আবেদন করার সুযোগ পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি