শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রাকাবের নীট মুনাফা অর্জন

  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
রাকাবের নীট মুনাফা অর্জন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কৃষি খাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৭ বছরের লোকসানের কালিমা থেকে মুক্ত হয়ে সদ্য সমাপ্ত ২০২৩-২০২৪ বার্ষিক হিসাব সমাপনীতে নীট মুনাফাসহ সকল আর্থিক সূচকে ধনাত্মক অগ্রগতি অর্জন পূর্বক ব্যাংকটি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছে।

রাকাবকে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের শুরুতেই শ্রেণিকৃত ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংক ব্যবস্থাপনা সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য টাইম বাউন্ড অ্যাকশন পস্ন্যান গ্রহণ করেন। এরই ফলে ২০২২-২০২৩ অর্থবছরের ২২৪.১৫ কোটি টাকার লোকসান কাটিয়ে সদ্য সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থবছরে ২.৯৮ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে, লোকসানি শাখা গত বছরের ৬০টি থেকে ৪৮টি হ্রাস পেয়ে এবছরে ১২টিতে দাঁড়িয়েছে। এছাড়া আমানত স্থিতি পূর্ববর্তী বছরের ৬৭৭৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭১৮০ কোটি টাকায়, ঋণ স্থিতি ৭৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৮৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। একইসঙ্গে শ্রেণিকৃত ঋণ স্থিতি ১৪৩০ কোটি টাকা থেকে হ্রাস পেয়ে ১২৪২ কোটি টাকায় এবং শ্রেণিকৃত ঋণের হার ১৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৬ শতাংশে পৌঁছেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবাসমূহ স্বল্পখরচে দ্রম্নততার সঙ্গে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ফলে নন-ফান্ডেড আয়ও বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে