বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গত দুই মাসে সর্বোচ্চে পৌঁছেছে এ পণ্যের দাম। গ্রীষ্মজুড়ে জ্বালানির চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া হারিকেন বেরিল থেকে সরবরাহও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটিও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৭০ সেন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮৭ ডলার ৩০ সেন্ট, যা গত ৩০ এপ্রিলের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) দাম ৬৮ সেন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৮৪ ডলার শূন্য ৬ সেন্টে।
এদিকে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্থিতিশীল থাকার পূর্বাভাস দিয়েছে ৪৪ সদস্যের বিশ্লেষক ও অর্থনীতিবিদদের একটি দল।