শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

খাতুনগঞ্জে কমেছে আদা-রসুনের দাম, বেড়েছে পেঁয়াজের

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
খাতুনগঞ্জে কমেছে আদা-রসুনের দাম, বেড়েছে পেঁয়াজের

দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়েছে। কয়েক দিনের ব্যবধানে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩-৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে দাম বাড়ার প্রভাবে দেশীয় বাজারে মসলাপণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তবে পেঁয়াজের দাম বাড়লেও চাহিদা কমার কারণে আদা ও রসুনের দাম কমেছে।

খাতুনগঞ্জের বিভিন্ন মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ বাড়তে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। সঙ্গে দেশি পেঁয়াজের দামও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে কোরবানির ঘিরে পেঁয়াজ, রসুন ও আদার দাম ছিল ঊর্ধ্বমুখী। ঈদের পর দাম কিছুটা কমবে বলে আশা করেছিলেন ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা। তবে ঈদের দুই সপ্তাহ পর আদা-রসুনের দাম কমলেও বাড়ছে পেঁয়াজের দাম।

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৯০-৯১ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ছোট আকারের দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৮৩-৮৫ টাকা ও বড় আকারের দেশি পেঁয়াজ ৮৬-৮৮ টাকায় বিক্রি হয়েছে। ভারতে দাম বাড়ার কারণে আমদানির পরিমাণ কমে আসায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ সংকটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে পেঁয়াজের দাম বাড়লেও কোরবানির ঈদের পর চাহিদা কমে আসায় আদা ও রসুনের দাম কমছে। এক সপ্তাহের ব্যবধানে চীনা আদা কেজিপ্রতি ২০-৩০ টাকা কমে ২৪৫-২৪৮ টাকায় বিক্রি হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আদার দাম ১০-২০ টাকা কমে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়। এছাড়া চীনা রসুনের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা কমে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে ঈদকে ঘিরে বাড়তি আমদানির কারণে বাজারে রসুনের সরবরাহ বেড়ে যায়। এ কারণে মসলাপণ্যটির দাম কমে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সূত্রে জানা যায়, রোববার সীমান্ত বাজারগুলোয় ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৮৬-৮৭ টাকা। এ কারণে দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোর পাইকারি বাজারে পেঁয়াজের দাম মণপ্রতি ১০০-১৫০ টাকা বেড়ে ৩ হাজার ৩০০ টাকায় পৌঁছায়। পেঁয়াজ উৎপাদনের মৌসুম শেষ হয়ে আসায় দেশের বাজার এখন মজুত ও ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের ওপর নির্ভরশীল। এ কারণে ভারতের দামের পার্থক্য কিংবা আমদানির পরিমাণের ওপর নির্ভর করে দেশের বাজারে উত্থান-পতন হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে