শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বৈশ্বিক কয়লা উৎপাদন ও ব্যবহারে রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
বৈশ্বিক কয়লা উৎপাদন ও ব্যবহারে রেকর্ড

বিশ্বে কয়লা উৎপাদন ও ব্যবহারে রেকর্ড হয়েছে। ২০২৩ সালে বিশ্বজুড়ে মোট ১৭৯ এক্সাজুল বা ৪ হাজার ২৭৮ কোটি ২০ লাখ টনের বেশি কয়লা উৎপাদন হয়েছে, যা আগের বছরের রেকর্ড উৎপাদনের চেয়েও বেশি। একই সময়ে কয়লা ও অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহারেও রেকর্ড তৈরি হয়। ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণও নতুন উচ্চতায় পৌঁছে। গত সপ্তাহে প্রকাশিত এনার্জি ইনস্টিটিউটের (ইআই) এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন।

ইআয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে কয়লার বৈশ্বিক উৎপাদনের ৮০ শতাংশই হয় প্রশান্ত এশিয়ার দেশ অস্ট্রেলিয়া, চীন, ভারত ও ইন্দোনেশিয়ায়। দেশ চারটি প্রশান্ত এশিয়া অঞ্চলের মোট কয়লার ৯৭ শতাংশ উৎপাদন করে থাকে।

এতে আরও বলা হয়, গত বছর বৈশ্বিক কয়লা ব্যবহার বেড়ে প্রথমবারের মতো ১৬৪ এক্সাজুল ছাড়িয়ে যায়। ২০২২ সালে কয়লার ব্যবহার বাড়ার হার ছিল ১ দশমিক ৬ শতাংশ, যা আগের ১০ বছরের বৃদ্ধির হারের তুলনায় সাত গুণ বেশি। বিশ্বে কয়লা ব্যবহারে শীর্ষে আছে চীন। দেশটি ২০২২ সালে কয়লা ব্যবহারের নতুন রেকর্ড গড়েছিল। বর্তমানে বিশ্বের মোট কয়লা ব্যবহারের ৫৬ শতাংশই চীনে হয়। ২০২৩ সালে প্রথমবারের মতো ইউরোপ ও উত্তর আমেরিকার চেয়ে বেশি কয়লা ব্যবহার করেছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে