মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

বিজ্ঞপ্তি
সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও লিড ব্যাংক হিসেবে উত্তরা ব্যাংকের উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন ব্যাংক কর্মকর্তার অংশগ্রহণে কুড়িগ্রাম জেলা পরিষদ কনফারেন্স রুমে 'মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরা ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ-বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মুহাম্মদ আনিছুর রহমান (পরিচালক, বিএফআইইউ) এবং বিশেষ অতিথি হিসেবে সৈয়দ কামরুল ইসলাম (অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ) উপস্থিত ছিলেন। মো. জয়নুল আবেদীন (যুগ্ম পরিচালক, বিএফআইইউ) এবং মোছা. ফুয়ারা খাতুন (উপ-পরিচালক, বিএফআইইউ) রিসোর্স পারসন হিসেবে উক্ত কর্মশালা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি