দৈনিক যায়যায়দিনের সিলভার পেস্ন বাটন অর্জন

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
'সিলভার পেস্ন বাটন' হাতে যায়যায়দিন মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক ও কলাকুশলীরা
'দৈনিক যায়যায়দিন' ইউটিউব চ্যানেল 'সিলভার পেস্ন বাটন' অর্জন করেছে। এটি হলো যায়যায়দিনের অফিসিয়ালি প্রথম সিলভার পেস্ন বাটন। বিষয়টি স্মরণীয় করে রাখতে যায়যায়দিন অফিসে সোমবার বিকালে দৈনিক যায়যায়দিন মাল্টিমিডিয়া পরিবারের সাবেক ও বর্তমানদের নিয়ে ঘরোয়াভাবে কেক কেটে উদ্‌যাপন করা হয়। 'দৈনিক যায়যায়দিন' বর্তমান ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার এক লাখ ৩৩ হাজার। এ ছাড়া দৈনিক যায়যায়দিনের 'ডিজিটাল যায়যায়দিন' নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩৬ হাজার। দৈনিক যায়যায়দিনের বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার নুরুল হক ও মাল্টিমিডিয়া ইনচার্জ সাইফুল ইসলাম সিলভার পেস্ন বাটন আনবক্সিং করেন। এ সময় যায়যায়দিনের বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক বলেন, 'দর্শকের ভালোবাসায় যায়যায়দিন মাল্টিমিডিয়া এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে অনেক দূর এগিয়ে যাবে।' এরপর প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, 'দর্শক আমাদের যে ভালোবাসায় সিক্ত করেছে, তা ধরে রেখে আগামীতে সেভাবে কাজ করে যেতে হবে।' পরে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ বলেন, 'যায়যায়দিন মাল্টিমিডিয়ার সংবাদকর্মীদের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসায় আজকে ইউটিউবের পক্ষ থেকে আমাদের এই অর্জন। সামনের দিনগুলো আরও অনেক ভালো করবে।' এ সময় যায়যায়দিন মাল্টিমিডিয়া বিভাগের সাবেক ও বর্তমান সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি