সিঙ্গাপুরে অগ্রণী ব্যাংকের প্রচারণা সভা
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুর ও বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম 'প্রবাস' এবং অগ্রণী ব্যাংক পিএলসি'র অফশোর ব্যাংকিং আমানত সংক্রান্ত প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জ হাউজের প্রধান শাখায় সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও এ সংক্রান্ত প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত?, অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের কনসু্যলার এসএম আব্দুলস্নাহ-আল-মামুন, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুরের পরিচালক ড. মুস্তাফিজুর রহমান ও সিইও এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর মীর মো. বায়েজীদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি