ব্যাংক এশিয়ার এএমএল এন্ড সিএফটি কনফারেন্স

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'এএমএল-সিএফটি: ফস্টারিং এন্ড এনডুরিং অ্যা কালচার অফ কমপস্নায়েন্স' প্রতিপাদ্য নিয়ে বার্ষিক 'এএমএল এন্ড সিএফটি কনফারেন্স ২০২৪' আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ২৯ জুন রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান মো. মাসুদ বিশ্বাস। তিনি তার বক্তব্যে মানি-লন্ডারিংয়ের বিরাজমান চ্যালেঞ্জ, সচেতনতার গুরুত্ব এবং রিপোর্টিং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম এ বাকী খলীলী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভার আহ্বায়ক ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপস্নায়েন্স অফিসার্স অফ ব্যাংকস্‌ ইন বাংলাদেশ (আকব) এর চেয়ারম্যান জিয়াউল হাসান। বিজ্ঞপ্তি