ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যক্রম পরিচালনাকারী সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধিদের জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২৯ জুন মানিলন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদ অর্থায়ন মোকাবিলা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়ার এ মালেক কনভেনশন হলে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় ৭০ জনের অধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আর্থিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষামূলক একটি অভিন্ন পস্ন্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন এবং ব্রাহ্মণবাড়িয়ার সকল বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য অনুরূপ একটি পস্ন্যাটফর্ম প্রদানের জন্য ইবিএলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি