ইউএসডিএর প্রতিবেদন
২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদন ও মজুত বৃদ্ধির পূর্বাভাস
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য ডেস্ক
বিশ্বব্যাপী ২০২৪-২৫ মৌসুমে তুলা উৎপাদন ও মজুত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপস্নাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ডবিস্নউএএসডিই) প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর ফাইবারটুফ্যাশন, দ্য হিন্দু বিজনেস লাইন।
ডবিস্নউএএসডিই প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী তুলার সমাপনী মজুত ৮ কোটি ৩৫ লাখ বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) পৌঁছতে পারে, যা মে মাসের তুলনায় ৪ লাখ ৮০ হাজার বেল বেশি।
এছাড়া ইউএসডিএ ২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদন আগের পূর্বাভাস থেকে ৯০ হাজার বেল বাড়িয়ে ১১ কোটি ৯১ লাখ ৪০ হাজার বেলে পৌঁছতে পারে বলে জানিয়েছে।
তুলা উৎপাদনে তৃতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ডবিস্নউএএসডিই প্রতিবেদনে মার্কিন কৃষি বিভাগ দেশটির তুলা উৎপাদন ও মজুত নিয়েও পূর্বাভাস দিয়েছে। ২০২৪-২৫ মৌসুমের শুরু ও শেষে দেশটিতে তুলা উৎপাদন ও মজুত বাড়বে বলে জানানো হয়েছে। তবে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বাণিজ্য অনুমান অপরিবর্তিত রেখেছে ইউএসডিএ।
এর আগে ইউএসডিএ তার পূর্বাভাসে ২০২৪-২৫ মৌসুমে বিশ্বজুড়ে ১১ কোটি ৯০ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদন হতে পারে বলে জানিয়েছিল। আরও বলেছিল, এ সময় সমাপনী বৈশ্বিক মজুত ২৫ লাখ বেল বেড়ে ৮ কোটি ৩০ লাখ বেলে উন্নীত হতে পারে।
তুলা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। দেশটির সরকার সম্প্র্রতি এ পণ্যের নূ্যনতম সমর্থন মূল্য (এমএসপি) বাড়িয়েছে। শিল্প ও বাণিজ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সরকার তুলার এমএসপি আগের তুলনায় ৫০১ রুপি বাড়িয়ে কুইন্টালপ্রতি ৭ হাজার ১২১ রুপি নির্ধারণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের এ সিদ্ধান্ত তুলা চাষিদের জন্য সহায়ক হলেও চ্যালেঞ্জের মুখে পড়বে দেশটির বস্ত্রশিল্প।
ভারতে এর আগে মিডিয়াম স্ট্যাপল কটনের এমএসপি ছিল ৬ হাজার ৬২০ রুপি। বর্তমানে তা বেড়ে ৭ হাজার ১২১ রুপিতে পৌঁছেছে। এছাড়া দেশটিতে লং স্ট্যাপল কটনের সমর্থন মূল্য ছিল ৭ হাজার ২০ রুপি। বর্তমানে তা বেড়ে ৭ হাজার ৫২১ রুপিতে পৌঁছেছে। গত চার বছরে ভারতে তুলার এমএসপি ৬ হাজার ২৫ রুপি থেকে বেড়ে ৭ হাজার ৫২১ রুপিতে পৌঁছেছে।
এ বিষয়ে অল-ইন্ডিয়া কটন ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রামানুজ দাস বুব বলেন, '?চাষের বাড়তি খরচ ও ফলন কম হওয়ায় দেশটিতে তুলার এমএসপি দিন দিন বাড়ছে।'
অন্যদিকে চীন বিশ্বের শীর্ষ টেক্সটাইল উৎপাদক। তুলা ব্যবহারেও দেশটি নেতৃস্থানীয়। চীনের জিনজিয়াং প্রদেশে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। তবে কয়েক বছর ধরেই দেশটিতে তুলা উৎপাদন নিম্নমুখী ধারা বজায় রেখেছে। গত বছর দেশটিতে বৈরী আবহাওয়ার কারণে তুলা গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কম হয়েছিল।