ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ওয়ালটন

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে ওঠে এসেছে। শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪৬.২০ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৪৪৬.৩০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৫২.৫০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে ওঠে এসেছে। \হডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৩৯.২০ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ৩৫.৬৬, পেপার প্রসেসিংয়ের ৩৩.৮২, মনোস্পুলের ৩৩.৬৮, ওয়াটা কেমিক্যালের ৩১.১৯, হাইডেলবার্গ সিমেন্টের ৩০.৩৮, ইউনিলিভার কনজুমারের ২৭.০৩, পিপলস ইন্সু্যরেন্সের ২৪.২১ এবং রেনেটার ২৩.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।