শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিইউবিটি ও হা-মীম গ্রম্নপের সমঝোতা স্মারক সই

  ২৯ জুন ২০২৪, ০০:০০
বিইউবিটি ও হা-মীম গ্রম্নপের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ছাত্রছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা স্থাপনের লক্ষ্যে বিইউবিটি ও হা-মীম গ্রম্নপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) বৃহস্পতিবার স্বাক্ষর হয়। বিইউবিটি ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে হা-মীম গ্রম্নপ বিইউবিটির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করবে এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরিপ্রাপ্তির সুবিধার্থে হা-মীম গ্রম্নপ এবং বিইউবিটি যৌথভাবে কাজ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিইউবিটি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, বিইউবিটি ট্রাস্টের সদস্য ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর, ড. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার, বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অফিসের ডাইরেক্টর ড. মোহাম্মদ মাসুদুর রহমান এবং হা-মীম গ্রম্নপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র নির্বাহী পরিচালক জালাল আহমেদ এবং ম্যানেজার, এইচ আর উম্মে আফিয়া আক্তার। এছাড়াও বিইউবিটির বিভিন্ন অনুষদের ডিন এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে