শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক আবারও প্রথম

  ২৮ জুন ২০২৪, ০০:০০
এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক আবারও প্রথম

২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আবারও প্রথম স্থান লাভ করেছে। নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি অতিউত্তম ক্যাটাগরিতে ৯৮.৪৫ নম্বর পেয়েছে। ২৭ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সঙ্গে সোনালী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে