ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

দীর্ঘদিন পর ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন

শেয়ারবাজার

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
পতন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবারও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মাধ্যমে শেষ আট কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলল। আর ২৫ কার্যদিবস বা এক মাসের বেশি সময় পর ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন মেলায় শেয়ারবাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, টানা দরপতনে অনেক প্রতিষ্ঠানের শেয়ার দাম অবমূল্যায়িত অবস্থায় চলে গেছে। এ পরিস্থিতিতে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। অস্বাভাবিক কিছু না ঘটলে এখন শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোই হবে স্বাভাবিক ঘটনা। অর্থনৈতিকে সংকট মোকাবিলায় ২০২২ সালের জুলাই মাসে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশে। নানা দেন-দরবারের পর গত বছরের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার বা ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএমএফ। শর্তসাপেক্ষে ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে এই ঋণ দেওয়া হবে। আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার আসে গত বছরের ফেব্রম্নয়ারিতে। এরপর ডিসেম্বরে আসে দ্বিতীয় কিস্তি হিসেবে প্রায় ৬৮১ মিলিয়ন ডলার। তবে তৃতীয় কিস্তির ঋণ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। এ নিয়ে ছাড়ায় নানা গুঞ্জন। যার নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারেও। এছাড়া অভ্যন্তরীণ ব্যাংক ঋণের সুদ হার বেড়ে যাওয়াসহ আরও কয়েকটি কারণে দেশের শেয়ারবাজারে অব্যাহত দরপতন হয়। এমন পরিস্থিতিতেই আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার সব শঙ্কা কেটে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় তৃতীয় কিস্তির প্রায় ১১১ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। এ ডলার ছাড় হয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে। আইএমএফ ঋণ অনুমোদনের খবরে মঙ্গলবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। সেই সঙ্গে ১০ কার্যদিবস পর ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। বুধবার এসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বেড়েছে। সেই সঙ্গে এক মাসের বেশি সময় পর ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। লেনদেনের শেষ পর্যন্ত এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের শেষদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়ে যায়। ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৮৯টি প্রতিষ্ঠানের। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩০২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।