দেশের প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতার (মূলত সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের) লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের 'স্বপ্ন সারথি' প্রকল্পের আওতায় ১০০টি সাইকেল বিতরণ করেছে। 'স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়' এই মটোকে সামনে রেখে এই সিএসআর কর্মসূচিটি পরিচালিত হয় যেন শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ভৌগোলিক দূরত্ব কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এই কর্মসূচিটি এসডিজি'র ধারা ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রম্নতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও সহযোগী, গোলাম রাব্বানী এবং এমটিবি ঠাকুরগাঁও শাখার শাখা ব্যবস্থাপক, মো. তৈমুর হোসেন। বিজ্ঞপ্তি